জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপন : গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপন করা হয়। এ ছাড়াও
· বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন।
· আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস উদযাপন।
· জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।
· সংস্কৃতিক উৎসব।
· শিশু আনন্দ মেলা।
· লাইব্রেরীর জন্য পুস্তক ক্রয়।
· শিশুদের মৌসুমী প্রতিযোগিতা।
· জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী পালন (জাতীয় শিশু দিবস)।
· জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস।
· মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
· জাদুঘর উন্নয়ন ও জাদুঘর ভিত্তিক কাযক্রম।
· জেলা ভিত্তিক শিশুতোষ চলচিত্র প্রদর্শনী।
· পুস্তক প্রদর্শনী।
· শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি।
· কন্যা শিশুদের স্বাস্থ্য সচেতনতা ও অধিকার বিষয়ক কাযক্রম।
|