Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ শিশু একাডেমী, মুন্সীগঞ্জ জেলা শাখা শিশুদের সুপ্ত প্রতিভা ও মানসিক বিকাশের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় অফিসের নির্দেশনা অনুযায়ী শিশুদের জন্য নিম্নোক্ত বিভিন্ন সেবামূলক কাযক্রম পরিচালনা করছে।

 

ক্র. নং

সেবা সমূহ

01

সাংস্কৃতিক প্রশিক্ষন : শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী মুন্সীগঞ্জ জেলা শাখায় বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষন কোর্স চালু আছে।

প্রশিক্ষনের বিষয়গুলি হচ্ছে :

·        সংগীত 3বছর মেয়াদী

·        নৃত্য 3 বছর মেয়াদী

·        চিত্রাংকন 2 বছর মেয়াদী

·        আবৃত্তি 2 বছর মেয়াদী

·        সকল শ্রেনীর শিশুদের বর্নিত প্রশিক্ষন কোর্সে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রশিক্ষনে ভর্তির সুযোগ রয়েছে। প্রশিক্ষন কোর্স সমাপ্তির পর সনদপত্র প্রদান করা হয়।

·        সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনাবেতনে প্রশিক্ষন গ্রহনের সুযোগ রয়েছে।

02

জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপন : গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপন করা হয়। এ ছাড়াও

·        বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন।

·        আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস উদযাপন।

·        জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।

·         সংস্কৃতিক উৎসব।

·        শিশু আনন্দ মেলা।

·        লাইব্রেরীর জন্য পুস্তক ক্রয়।

·        শিশুদের মৌসুমী প্রতিযোগিতা।

·        জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী পালন (জাতীয় শিশু দিবস)।

·        জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস।

·        মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

·        জাদুঘর উন্নয়ন ও জাদুঘর ভিত্তিক কাযক্রম।

·        জেলা ভিত্তিক শিশুতোষ চলচিত্র প্রদর্শনী।

·        পুস্তক প্রদর্শনী।

·        শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি।

·        কন্যা শিশুদের স্বাস্থ্য সচেতনতা ও অধিকার বিষয়ক কাযক্রম।

03

গ্রন্থাগার ভিত্তিক কাযক্রম : গ্রন্থাগার ভিত্তির শিক্ষামূলক কাযক্রম ও প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশের সুযোগ রয়েছে।

·        গ্রন্থাগার ভিত্তিক শিক্ষামূলক কাযক্রম

·        পুস্তক প্রদর্শনী

·        গ্রন্থাগার ভিত্তিক সেবা

·        শিশুদের জন্য একটি গ্রন্থাগার রয়েছে। এ গ্রন্থাগারের সুবিধা সমূহ শিশু ছাড়াও সর্বসাধারনের জন্য উন্মুক্ত। শিশুরা সদস্য হয়ে বই লেনদেন করতে পারে।

·        ঢাকা কেন্দ্রীয় অফিস থেকে নিয়মিত প্রকাশিত

(ক) মাসিক শিশু পত্রিকা

(খ) শিশু বিশ্বকোষ

(গ) মনীষীদের জীবনী

(ঘ) বিজ্ঞান গ্রন্থ

(ঙ) ইতিহাস

(চ) শিশুতোষ গল্প

(ছ) শিশুতোষ উপন্যাস

(জ) ছড়া

(ঝ) কবিতা

(ঞ) নাটক

(ট) বাংলাদেশের সিরিজ সহ বিবিধ বই বিক্রয় করা হয়।

04

জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।

05

শিশু বিকাশ কেন্দ্র: দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি উপযোগি করে গড়ে তোলা ও শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে 4-5 বছর বয়সী 30 জন করে শিশু নিয়ে 1টি  শিশু বিকাশ কেন্দ্র চালু আছে। যারা 1 বছর পর উত্তীর্ন হয়ে প্রাক-প্রাথমিক শ্রেনীতে ভর্তি হয়।

06

প্রাক-প্রাথমিক বিদ্যালয়: শিশুদের মেধা বিকাশ ও প্রথম শ্রেনীতে ভর্তির উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে 5-6 বছর বয়সী শিশুদের নিয়ে 1টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় চালু আছে। যারা 1 বছর পরে যে কোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে 1ম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পায়।